দৌলতপুর ইউনিয়নে কয়েক ধরনের খেলা লক্ষ করা যায় যেমন, ফুটবল, ক্রিকেট, হাডুডু হলো উল্লেখ যোগ্য এছাড়া আরো কয়েটি খেলা লক্ষ করা যায় যেমন মোরগ যুদ্ধ ভলিবল, দোড়, দীর্ঘ লম্ফ , উচ্চ লম্প ইত্যাদি । উপরোক্ত খেলা গুলি হয়ে থাকে এরকম কয়েকটি খেলার মাট আছে অত্র ইউনিয়নে যে, কুশলপুর মাঠ, দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ, বলিভদ্রপুর এম,এম দালিখ মাদ্রাসা মাঠ, ছাড়াও ইউনিয়নে ছোট ছোট মাঠ রয়েছে । উপরোক্ত খেলাগুলি উক্ত মাঠগুলিতে হয়ে থাকে । তবে প্রায় কিছু কিছু জয়গায় বছরে দুই এক দিন অনুষ্টিত হয়ে থাকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস